আপনার করোনার ঝুঁকি কতখানি, বলে দেবে 'আরোগ্য সেতু' অ্যাপ, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য এক নতুন অ্যাপ নিয়ে এসেছে ভারত সরকার। আপনার শরীরে এই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক কতখানি, তা আপনাকে বলে দিতে পারে এই অ্যাপ। অ্যাপটির নাম হল 'আরোগ্য সেতু'। করোনা ভাইরাসের কবল থেকে বাঁচতে এই অ্যাপ খুবই কার্যকর হবে।
পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সহযোগীতায় কেন্দ্রীয় সরকার এই অ্যাপ নিয়ে এসেছে। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা), ব্লুটুথ কাটিং এজ পদ্ধতি এবং অ্যালগরিদম-এর ভর করে এই অ্যাপ তৈরি করা হয়েছে। ব্যবহারকারীর সঙ্গে তাঁর আশেপাশের মানুষদের যোগাযোগের মাপকাঠিতে বিচার করে এই অ্যাপ বলে দিতে পারে যে আপনার করোনা সংক্রমণের ঝুঁকি কতটা। পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে সরকার করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে পারেবে এবং প্রয়োজনে আইসোলেশনেরও ব্যবস্থা করতে পারবে।
শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ব্যবহারকারীদের স্বার্থে এই অ্যাপটি ডিজাইন করা হয়েছে। স্টেট অব দ্য আর্ট টেকনলজির সাহায্যে এই অ্যাপে সমস্ত তথ্য এনক্রিপটেড থাকবে।
Government of India launches Aarogya Setu, an App to strengthen our fight against COVID-19. The App will alert users of risk of infection & promote awareness on #COVID19.— MyGovIndia (@mygovindia) April 2, 2020
मैं सुरक्षित । हम सुरक्षित । भारत सुरक्षित |
Android: https://t.co/mBUv2Wwgbw
IOS: https://t.co/csD4BvKgmH
আপনিও ব্যবহার করতে পারেন এই অ্যাপ, জেনে নিন কীভাবে-
- প্রথমে আপনার ফোনে অ্যাপটি ইন্সটল করে নিন।
- তারপর নিজের ভাষা নির্বাচন করে রেজিস্টার অপশনে ক্লিক করুন।
- এরপর আপনি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন তাহলে আপনার থেকে একাধীক মানুষ কীভাবে করোনায় সংক্রামিত হতে পারে সেই বিষয়ে আপনাকে সতর্ক করা হবে।
- সরকারের নির্দেশিকা মেনেই অ্যাপটি আপনার ফোনের ব্লুটুথ এবং লোকেশন ব্যবহার করবে। সেইমতো একে একে লোকেশন এবং ব্লুটুথ ব্যবহারের অনুমতিও চাওয়া হবে।
- এরপর আপনার ফোন নম্বর দিয়ে রেজিস্টার করুন।
- এরপর আপনার ফোনে আসবে একটি ওটিপি। এবার সেই ওটিপি দিয়েই লগ ইন করতে হবে।
- এরপর করোনাভাইরাস সংক্রান্ত একাধিক তথ্য এই অ্যাপ আপনাকে জানাবে।
- এরপর আপনার কাছে জানতে চাওয়া হবে একাধিক তথ্য, যেমন- আপনার নাম, বয়স, লিঙ্গ, পেশা, সম্প্রতি কোথায় গিয়েছিলেন কিনা, শরীরে কোনও সমস্যা রয়েছে কি না ইত্যাদি।
- আপনার দেওয়া তথ্যগুলির অনুসারে আপনাকে যাবতীয় বিষয়ে পরামর্শ দেবে এই অ্যাপ।
- পাশাপাশি অ্যাপটি আপনাকে কোয়ারেন্টাইনে থাকা বা করোনা আক্রান্ত ব্যক্তিরও সন্ধান দেবে।
Post a Comment