করোনা ঠেকাতে ভারত জরুরী ওষুধ না পাঠালে প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের এপিসেন্টার এখন মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনাভাইরাস রোধে অনেকাংশে কার্যকরী যে ওষুধ তা হল হাইড্রক্সিক্লোরোকুইন। আর সেই ওষুধ রয়েছে ভারতের কাছে। আমেরিকা চায় যে, ভারত সেই ওষুধ আমেরিকায় রফতানি করুক। 

কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে ভারত ওই ওষুধ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আর তাতেই বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এদিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি এই ওষুদ তাঁর দেশে না পাঠায় তাহলে তিনি প্রতিশোধ নেবেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুবই ভাল। কিন্তু তার পরেও যদি ভারত করোনার ওষুধ না পাঠায় তাহলে বিষয়টি আশ্চর্যের। 

তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী যদি ওষুধ না পাঠানোর সিদ্ধান্ত নেন, তিনি অবাক হবেন। তাহলে তাঁর আগেই সেকথা তাঁকে বলে দেওয়া উচিত ছিল। মোদীর সঙ্গে রবিবার ফোনে কথা বলেছেন ট্রাম্প। মোদীর প্রশংসা করেই বলেছেন, তিনি যে আমেরিকায় আপৎকালীন ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন। এরপর এদিন ট্রাম্প বলেন যে, এর পরে যদি মোদী বলেন, ওষুধ পাঠাবেন না, তাহলে বলার কিছু নেই। কিন্তু তার প্রতিশোধ নেওয়া হবে।
Blogger দ্বারা পরিচালিত.