ভারতের কাছ থেকে ৩ মিলিয়ন প্যাকেট প্যারাসিটামল পেয়ে ধন্যবাদ জানাল বরিস-সরকার
Odd বাংলা ডেস্ক: ব্রিটেনকে ৩ মিলিয়ন প্যাকেট প্যারাসিটামল রফতানি করেছে ভারত। আর সেই জন্য বুধবার ভারতকে ধন্যবাদ জানিয়েছে বরিস জনসন সরকার। যুক্তরাজ্যে ওষুধের ঘাটতি পূরণে এবং সরবরাহ বজায় রাখতে এই বিপুল পরিমাণ ওষুধ পাঠিয়েছে ভারত।
প্যারাসিটামল জ্বরের ওষুধ হিসাবেই পরিচিত। আর জ্বর হল করোনা সংক্রমণের অন্যতম উপসর্গ। মঙ্গলবার সন্ধায় প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ব্রিটেনে ৯৩,৮৭৩ মানুষের শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে, সেখানে করোনায় মৃত্যু হয়েছে ১২,১০৭ জনের।
সূত্রের খবর, ভারতের পাঠানো প্যারাসিটামল অবার ব্রিটেনের বড় বড় সুপারমার্কেটে সরবরাহ করা হবে। পাশাপাশি খুচরো বিক্রেতাদের কাছেও সরবরাহ করা হবে। করোনায় ব্যপক ক্ষতিগ্রস্থ দেশগুলির মধ্যে ব্রিটেন অন্যতম। এই পরিস্থিতিতে জ্বরের ওষুধ পেয়ে স্বভাবতই খুশি ব্রিটেন।
Post a Comment