দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে এমন সংকটময় পরিস্থিতি আর তৈরি হয়নি:করোনা প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের প্রধান


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস অতিমারী নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তেনিও গুতেরেস। এদিন তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এমন সংকটময় পরিস্থিতি বিশ্বে এই প্রথম। পাশাপাশি করোনার জন্য সারা বিশ্বে যে আর্থিক মন্দা আসতে চলেছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, 'এটি এমন একটা অসুখ, যা সারা বিশ্বকে একটা হুমকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে... এর ফলে অর্থনৈতিক প্রভাব যা মন্দা নিয়ে আসবে, তা সম্ভবত সাম্প্রতিক অতীতে হয়নি।' রোগ এবং আর্থিক প্রভাবের মিলিত কারণে অস্থিরতা এবং দ্বন্দ্ব বাড়বে। ইতিমধ্যেই করোনার সংক্রমণে সারা বিশ্বে চল্লিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আরও বলেন, 'আমরা ধীরে ধীরে সঠিক দিশায় এগোচ্ছি, তবে এর গতি আরও বাড়াতে হবে এবং ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে হলে আমাদের আরও অনেককিছুই করা দরকার...।' প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জ গত সপ্তাহে দরিদ্র ও সংঘাতগ্রস্থ দেশগুলির জন্য অনুদানের আবেদন করার পরে, উন্নয়নশীল দেশগুলিকে সহায়তার জন্য একটি নতুন তহবিল তৈরি করেছে।
Blogger দ্বারা পরিচালিত.