দেখুন এক অচেনা ঋষিকে, বিভিন্ন অনুষ্ঠানে কেমন ভাবে হাজির হতেন তিনি




Odd বাংলা ডেস্ক: লকডাউন ! গোটা দেশ জুড়ে করোনার মোকাবিলার জন্য প্রায় স্তব্ধ সব কিছু ৷ এরই মাঝে খবর এল বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলিউড অভিনেতা ঋষি কাপুর ৷ বয়স হয়েছিল ৬৭ ৷ কিন্তু তিনি নিজের জীবনে কেমন মানুষ ছিলেন। দেখুন এই ভিডিও 

এখনও যেন ঠিক বিশ্বাস করতে পারছে না গোটা দেশ ৷ এভাবে দুই তারকাকে হঠাৎ হারিয়ে ফেলতে হবে ৷ বুধবার ইরফান আর বৃহস্পতিবার ঋষি ৷ করোনার প্রকোপের মাঝে এ যেন ভীষণ এক খারাপ খবর ৷ ইরফানের মৃত্যুতে যেখানে ভারতীয় চলচ্চিত্র হারাল এক প্রতিভাবান অভিনেতাকে ৷ অন্যদিকে, ঋষি কাপুরের মৃত্যুর সঙ্গে শেষ হল এক ইতিহাসের ৷ এক যুগের ৷
Blogger দ্বারা পরিচালিত.