মানুষের পর এই প্রথম, বাঘের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস!


Odd বাংলা ডেস্ক: মানুষের গণ্ডি পেরিয়ে এবার বাঘের শরীরে ধরা পড়ল করোনাভাইরাস। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের ব্রোনক্স চিড়িয়াখানায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, ৪ বছর বয়সী ওই মালায়ান বাঘিনীরটির নাম নাদিয়া। তাঁর শরীরে করোনার লক্ষণ দেখা গিয়েছে বলে খবর। 

তবে শুধুমাত্র একটি বাঘই নয় চিড়িয়াখানার একাধিক বাঘ এবং সিংহ চিড়িয়াখানায় অসুস্থ হয়ে পড়ে বলে খবর। প্রত্যেকের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল বলে খবর। তার মধ্যে চার বছর বয়সী ওই বাঘিনীর শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছে। তবে সে ছাড়াও ওই বাঘিনীর বোন-সহ আরও দুটি বাঘ এবং তিনটি আফ্রিকান সিংহের শুষ্ক কাশি হচ্ছিল বলে জানা গিয়েছে। 

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চিড়িয়াখানার একজন কর্মীর শরীর থেকে পশুদের মধ্যে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে বাঘগুলিকে আপাতত আলাদা করে রাখা হয়েছে। যাতে অন্যান্য পশুদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা না থাকে। তবে বাঘগুলি আপাতত সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.