ক্রমেই মৃত্যুপুরী হচ্ছে আমেরিকা, চব্বিশ ঘণ্টায় সেদেশে প্রাণ হারাল ১০০০-এরও বেশি
Odd বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের ছবিটি কিন্তু খুবই কঠিন। কারণ সেখানে ইতিমধ্যেই মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, এবং ক্যালিফোর্নিয়া থেকে লাগাতার মৃত্যুর খবর এসেছে। কেবল বুধবারদিনই আমেরিকায় মৃত্যু হয়েছে ১০৩৭ জনের। কেবল নিউ ইয়র্কেই ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে।
এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে সর্বাধিক করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন আমেরিকার মানুষরা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন, ২১৫,৩৪৪ মানুষ। করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫,১১২ জন!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশের জন্য অত্যন্ত কঠিন সময় আসতে চলেছে। আগামী ২ সপ্তাহ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই ইঙ্গিত করেছেন তিনি। বিশেষজ্ঞদের আশঙ্কা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনায় মৃত্যু হতে পারে ২ লক্ষ মানুষের!
Post a Comment