অক্ষয় তৃতীয়ায় কোলাহলশূন্য বেনারসের ঘাট, এমন নিস্তব্ধতা আগে কেউ দেখেনি
Odd বাংলা ডেস্ক: অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে এক অন্যরকম দৃশ্যের সাক্ষী রইল বেনারস। আজকের দিনে তিল ধারণের জায়গা থাকে না বেনারসের ঘাটে। আজকের দিনেও বহু ব্যবসায়ী পুজো দিতে আসেন। কিন্তু করোনাভাইরাস মোকাবিলায় এখন দেশজুড়ে লকডাউন পরিস্থিতি। বন্ধ রয়েছে ঈশ্বরের দরজাও। তাই এবার খালিই রইল বেনারসের ঘাট।
লকডাউনের কারণে মাত্র ২-৩জন ভক্ত প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম এবং বারাণসীর গঙ্গার তীরে এসেছিলেন। সঙ্গম ঘাটের দুই পুরোহিত জানান, লকডাউনের কারণে মানুষ ঘরবন্দি। কেউ ঘর থেকে বেরোচ্ছেন না পাছে করোনায় আক্রান্ত হন। আজ সঙ্গম ঘাটে তিনি মাত্র ২-৩জনকেই দেখেছেন।
Varanasi ghats look deserted on the occasion of 'Akshaya Tritiya', amid lockdown to prevent the spread of Coronavirus pic.twitter.com/Uv6no3FTZu— ANI UP (@ANINewsUP) April 26, 2020
পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার তিথিকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলেই মানা হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনটিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। পয়লা বৈশাখের মত এই তিথিতে কিছু কিছু ব্যবসায়ী খাতা ও লক্ষ্মী গণেশ পুজো করেন। এই দিনটিকে সাফল্য ও সৌভাগ্যের প্রতীক হিসাবে মানা হয়। এই তিথিতে কোনও শুভ কাজ সম্পন্ন করলে তার ফল অক্ষয় হয়ে থাকে বলে এই তিথি অক্ষয় তৃতীয়া নামে প্রসিদ্ধি লাভ করেছে।
Post a Comment