লম্বা রেসের ঘোড়া করোনা, এখনই কোভিড-১৯ থেকে মুক্তি নেই, লড়তে হবে দীর্ঘ লড়াই:WHO
Odd বাংলা ডেস্ক: কোনওরকম ভুল করবেন না, কোভিড-১৯ এখনও অনেকদিন ধরেই নজর রাখবে গোটা পৃথিবীর ওপর। বৃহস্পতিবার এমনই সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মহামারি অনেক দেশে এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানাল হু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধনম ভিডিও কনফারেন্সে জানিয়েছেন, পশ্চিম ইউরোপে মহামারি স্থিতিশীল বা কমে গিয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকায় এবং পূর্ব ইওরোপে আরও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। তিনি আরও বলেন, পশ্চিম ইওরোপের দেশগুলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনই কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।
কোনও দেশে প্রাথমিক পর্যায় হলেও কোনও দেশে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক আবার কোথাও অবশ্য পরিস্থিতি একটু হলেও উন্নত। তাই কোনওরকম ভুল নয়। এখনও অনেকদিনের যুদ্ধ বাকি।
Post a Comment