'আমরা ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে পেরেছি', জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন শুক্রবার বলেন যে, 'আমরা ভারতকে করোনার স্টেজ-৩ বা গোষ্ঠী সংক্রমণের হাত থেকে বাঁচিয়েছি'। তিনি আরও বলেন, অন্যান্য দেশের তুলনায় ভারত করোনাভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় অনেক ভালো পারফর্মেন্স করছে। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'দেশে করোনা পরীক্ষা আরও বেশি জোরদার করা হয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টেস্ট করে ফেলা হয়েছে। কোভিড পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য করোনা পজিটিভ কেস আর বাড়ছে না'। 

তিনি আরও বলেন, 'কোভিড পজিটিভ কেস ৪%-এর বেশি বাড়ছে না... আমরা সকলেই চিন্তিত ছিলাম স্টেজ-৩ নিয়ে, কিন্তু করোনার স্টেজ থ্রি-তে যাওয়ার হাত থেকে আমরা দেশকে বাঁচাতে সক্ষম হয়েছি।' তিনি আরও বলেন, 'আমাদের কাছে এই মুহূর্তে ক্লাস্টার এবং হটস্পটগুলির সঙ্গে যুক্ত যাবতীয় তথ্য রয়েছে।'

অন্যদিকে ত্রুটিযুক্ত করোনা টেস্ট কিটের প্রসঙ্গে একাধিক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'টেস্টিং কিটগুলি যে দেশ থেকে পাঠানো হয়েছে, আমরা তাদের ফিরিয়ে দেব, এবং আমরা এখনও অর্থ প্রদান করি নি। হটস্পটে এই কিটগুলি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এখন তা চিন-সব অন্যান্য দেশ থেকে আসা খারাপ অ্যান্টিবডি টেস্ট কিটগুলি ফিরিয়ে দেওয়া হবে।'
Blogger দ্বারা পরিচালিত.