বাংলায় আক্রান্ত বেড়ে ২৪৫! রাজ্যে হটস্পট-এর পাশাপাশি কম সংক্রামিত এলাকাতেও হবে ব়্যাপিড টেস্ট


Odd বাংলা ডেস্ক: সারা দেশের সঙ্গে এরাজ্যেও পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিন রাজ্য মুখ্যসচিব জানিয়েছেন, হটস্পট এলাকাগুলি তো বটেই, পাশাপাশি কম সংক্রামিত এলাকাতেও ব়্যাপিট টেস্ট শুরু করবে রাজ্য সরকার। আর গোটা কাজটাই করা হবে আইসিএমআর-এর নিয়ম মেনেই।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় এরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৭ জন। যার ফলে এরাজ্যে করোনা সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ২৪৫। তবে মৃত্যুর সংখ্যা যা ছিল অর্থাৎ ১২-ই আছে। এই যা স্বস্তির। তবে তার সঙ্গে আরও স্বস্তির খবর হল ইতিমধ্যে ৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। 

প্রসঙ্গত, এদিন মালদা জেলায় ৫৯ জনের করোনা টেস্ট করা হয়েছিল, আর সকলেরই টেস্ট রিপোর্টই নেগেটিভ এসেছে। কিন্তু তাও মুখ্যসচিব জানিয়েছেন, কেউই যেন বাড়ি থেকে না বের হয়। পুলিশ প্রশাসন একা কিছুই করবে পারবে না, তাই মানুষের মধ্যে সচেতনতা প্রয়োজন। 
Blogger দ্বারা পরিচালিত.