রাজ্যের গ্রিন এবং অরেঞ্জ জোনে একাধিক ক্ষেত্রে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়


Odd বাংলা ডেস্ক: দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হবে আগামী ৩ মে। তারপর কী হবে? এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে লকডাউনের মেয়াদ যে বাড়ছে, তা বলাই বাহুল্য। কিন্তু পরের মেয়াদ শুরু হলেও কিছু কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী ৪ মে থেকে বেসরকারি বাস চালানোর নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। 

সেইসঙ্গে সোমবার থেকে রাজ্যের গ্রিন এবং অরেঞ্জ জোনে বেশ কিছু ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই নিয়ম মেনে, খোলা থাকবে চা এবং পানের দোকানও। তবে, সেই সব দোকানে জমায়েত বরদাস্ত করা হবে না। চা-পান-বিড়ির দোকান থেকে প্রয়োজনী জিনিস নিয়ে বাড়ি চলে আসতে হবে, তা না হলে বন্ধ করে দেওয়া হবে দোকান। তিনি বলেন, আড্ডা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।'

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কিছু আয়রন স্টিল প্ল্যান্ট, কনস্ট্রাকশন প্ল্যান্ট খুলবে। তবে রেড জোন এলাকার ক্ষেত্রে অনুমতি নেওয়া বাধ্যতামুলক। বিনা অনুমতিতে কোনওকিছু খোলা যাবে না- এদিন স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। সেইসঙ্গে আরও বলেন যে কনটেনমেন্ট এলাকা সম্পূর্ণভাবে লকডাউন রাখা হবে।
Blogger দ্বারা পরিচালিত.