এগিয়ে পশ্চিমবঙ্গ, কিয়‌স্ক বক্সের মাধ্যমে লালা সংগ্রহ সিউড়ি ও বোলপুরে



Odd বাংলা ডেস্ক: এবার পরীক্ষামূলকভাবে কিয়স্ক বক্সের মাধ্যমে লালারস সংগ্রহের কাজ শুরু হল সিউড়ি ও বোলপুরে। প্রথম এই ভাবনা দেখা গিয়েছিল কেরলে। যেখানে বসানো হয়েছিল এই কিয়স্ক বক্স৷ কিন্তু সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যেত না। এবার প্রথম বোলপুরে তৈরি হল এই মুভেবল কিয়স্ক বক্স৷ মূলত চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই কিয়স্ক বক্স। যেখানে চিকিৎসকরা এই বক্সের ভিতর থেকেই সংগ্রহ করতে পারবেন রোগীর লালারসসহ অন্যান্য নমুনা। এতে সংক্রমণের ভয় থাকবে না। আগামী দিনে র‌্যাপিড টেস্টের ক্ষেত্রে এই বক্স সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই বক্সের জন্য খরচ পড়বে মাত্র চার হাজার রুপি। সংশ্লিষ্টরা জানান, করোনাভাইরাস পরীক্ষার ক্ষেত্রে এটি একটি ভালো উপায়। এর ফলে অল্প স্বাস্থ্যকর্মী দিয়ে যেমন অধিক কাজ করা যাবে তেমনি সামাজিক দূরত্বও রক্ষা করা যাবে।
Blogger দ্বারা পরিচালিত.