লকডাউন আর গরমের মধ্যেই স্বস্তির বার্তা, আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
Odd বাংলা ডেস্ক: আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার সারাদিন আকাশ থাকবে আংশিক মেঘলা। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি এবং বর্জ্রবিদ্যুৎ-এর পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরের বিপরীতে ঘূর্ণাবর্ত জারি হওয়ায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাস্প এসে পড়েছে। যার ফলে আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উতত্র ও দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি ও হাওড়াতে বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেইসঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়াও।
Post a Comment