ধেয়ে আসছে কালবৈশাখী, রাজ্যে মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে ঝড়-বৃষ্টি


Odd বাংলা ডেস্ক: গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে আবহাওয়া অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। হাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলের ৩ জেলাসহ পাঁচ জেলায়, সেইসঙ্গে ভারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারেও। 

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৫০-৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস।

সেইসঙ্গে আগামী বুধবার নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ গভীর নিম্নচাপ হয় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর অবস্থান করতে পারে। আর সেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই তার গতিপথ সম্পর্কে এখনও কিছু জানায়নি হাওয়া অফিস। 
Blogger দ্বারা পরিচালিত.