লকডাউনে গরম বাড়ছে, কবে বৃষ্টি হবে জানাল হাওয়া অফিস
Odd বাংলা ডেস্ক: চলতি সপ্তাহের মধ্যভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। জানা গিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সপ্তাহের শেষে সিকিম এবং উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও দেখছে হাওয়া অফিস।
আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরের দিকের কয়েকটি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এদিন সকাল থেকেই শহর কলকাতার আকাশ ছিল পরিষ্কার। তবে বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা দিতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা শহরে গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি।
Post a Comment