৫০০ বছর আগে ২০২০ সাল নিয়ে একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন নস্ত্রাদামুস, জানুন কী লেখা আছে তাতে


Odd বাংলা ডেস্ক: ফরাসি জ্যোতিষবিদ নস্ত্রাদামুসকেরনিয়ে বহু সময় বহু তত্ত্ব উঠে আসে।২ জুলাই ১৫০৩ -এ জন্মানো এই ব্যক্তির মৃত্যুর পরও তাঁর একাধিক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। ৪০০ বছর আগেই জানিয়েছেন ফরাসি ভবিষ্যৎবক্তা নস্ত্রাদামুস। তাঁর ভবিষ্যতবাণী অনুসারে ২০১৮ সালে বিশ্ববাসীর জন্য নতুন বছরে অপেক্ষা করছে ভয়ঙ্কর ছয়টি বিপদ ৷যার মধ্যে এই বছরে প্রবল ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হবে আমেরিকা যুক্তরাষ্ট্র ৷ 

ধ্বংসলীলা ও ক্ষয়ক্ষতিতে বিপুল পরিমাণে প্রাণহানি ও সম্পত্তি নষ্ট হওয়ার আশঙ্কা ৷২০১৮ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রবল সম্ভাবনা রয়েছে ৷ নস্ত্রাদামুস তাঁর লেখা একটি বইতে জানিয়েছেন, শক্তিধর দেশগুলির হাতে পরমাণু অস্ত্র এসে যাওয়ায় এই বছরই শুরু হবে পরমাণু যুদ্ধ, যা ছারখার করে দেবে গোটা পৃথিবীকে ৷ ২০১৯ কেমন কাটবে ? সেটা নিয়েও ষোড়শ শতকের ফরাসি ভবিষ্যৎদ্রষ্টা নস্ত্রাদামুস কিন্তু বলেছিলেন ২০১৯ মোটেও সুখের বছর নয় !নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী জানাচ্ছে, ২০১৯-এ এক দীর্ঘ যুদ্ধের সূচনা হবে। এই যুদ্ধ ক্রমে বিশ্বযুদ্ধের আকৃতিও নিতে পারে। এখানেই শেষ নয় ! ২০৪৬ সাল পর্যন্ত পৃথিবীতে অশান্তি ছেয়ে থাকবে। তিন দশক ব্যাপী এই যুদ্ধে ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতা !তাঁর গ্রন্থ ‘লে প্রফেতিস’-এ নস্ত্রাদামুস ষোড়শ শতকে বসেই হিটলারের উত্থান এবং ৯/১১-র কথা বলে গিয়েছিলেন।

 তবে এই সব ভবিষ্যদ্বাণী অতি রহস্যময় ভাষায় কবিতার আকারে লেখা আর তার ব্যাখ্যা নিয়ে বিস্তর মতান্তরও রয়েছে। ২০২০ সালেই একটি নতুন দিগন্তের সূচনা দেখতে চলেছে গোটা বিশ্ব। তার আগে বিশ্বের বহু শক্তিধর দেশ কোনও বড় ঝড়ের আশঙ্কায় একে অপরের বিরুদ্ধে ক্ষুব্ধ হতে পারে।জ্যোতিষবিদ জানিয়েছিলেন যে ২০২০ নিজেই নিজেকে শেষ করে দেবে। যার অর্থ সেই সময় মানুষ বুঝে উঠতে পারেনি। এমনকি বহু রিপোর্ট বলছে, নস্ত্রাদামুস বলেছিলেন , মানবসভ্যতার ধ্বংসের বীজ লুকিয়ে রয়েছে ২০২০ সালে। তাঁর ভবিষ্যদ্বাণীতে লেখা রয়েছে ২০২০ সাল অর্থনীতিতে সবচেয়ে বড়সড় মন্দা দেখতে চলেছে। অর্থনীতির সংকট এই বছর জোরালো হতে পারে বলেও তিনি জানান।করোনার জেরে সারা পৃথিবীর বিভিন্ন দেশে কার্যত লকডাউন ৷ 

আর তাই সেটাই সত্যি হতে চলেছে, কারণ ইতিমধ্যেই আইএমএফ ও বিশ্ব ব্যাঙ্কের মতো সংস্থারা নজিরবিহীণ অর্থনৈতিক অবক্ষয়ের ইঙ্গিত দিয়ে রেথেছেন ৷ ২০২০ সাল নিয়ে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী বলছে, ২০২০ সালে বহু বড়বড় শহর রণক্ষেত্রের চেহারা নিতে পারে। কার্যত তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের একটি ইঙ্গিত কয়েক দশক আগেই দিয়েছিলেন বলে দাবি করেছে রিপোর্টটি। সেখানে ,বলা হচ্ছে বিশ্বজুড়ে মানুষের ত্রাহি , ত্রাহি রব উঠতে পারে।করোনার জেরে যেভাবে সারা পৃথিবীতে মৃত্যু মিছিল চলছে তা নিয়ে আর কারো মনেই কোনও প্রশ্ন নেই৷
Blogger দ্বারা পরিচালিত.