নিত্যদিনের ব্যবহৃত থালা-বাসন থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস?


Odd বাংলা ডেস্ক: নিত্যদিন যেসব থালা-বাসন ব্যবহার করছেন তা কি করোনাভাইরাস থেকে সুরক্ষিত? বিষয়টি নিয়ে নিশ্চয় আগে ভাবেননি? তবে সাম্প্রতি পরিস্থিতিতে এই বিষয় নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন দেখা দিয়েছে। কারণ রান্না এবং খাওয়ার সময় যেসব বাসনপত্র ব্যবহার করছেন তা নিয়ে সতর্ক হওয়া বিশেষভাবে প্রয়োজন। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে একজন জনৈক চিকিৎসক জানিয়েছন, রান্নাবান্না করার জন্য স্টেনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসনপত্র ব্যবহার করা সবচেয়ে ভাল। এছাড়াও কাচে জিনসপত্র ব্যবহার করাও নিরাপদ। কারণ, এখনও এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি যে, এই ধরণের পদার্থের উপর ব্যাকটেরিয়া বা ভাইরাস অনেক ক্ষণ বেঁচে থাকতে পারে বলে। তবে ব্যবহার করার আগে ডিশ, প্লেট, বাটি, গ্লাস সব কিছুই ভাল ভাকরে ধুয়ে ও মুছে নিতে হবে।

বিশেষজ্ঞকরা আরও জানিয়েছেন, যতটা সম্ভব প্লাস্টিকের বোতল এড়িয়ে চলাই ভাল। তার বদলে আজকাল বাজারে প্রাপ্ত স্টেনলেস স্টিলের বোতলও ব্যবহার করা ভাল। আর একান্তই প্লাস্টিকের বোতলে জল খেতে ২-৩বার জল খাওয়ার পর সেই বোতল ফেলে দিন। নয়তো ব্যাকটেরিয়া বা ভাইরাস বোতলের নীচে থিতিয়ে পড়ে সংক্রমণ ঘটাতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.