৩০ এপ্রিলের বদলে কেন ৩ মে পর্যন্ত বাড়ানো হল দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সের পর লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছিল। কিন্তু আজ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় দফার লকডাউনের মেয়ার বাড়ানো হল ৩ মে পর্যন্ত। কেন অতিরিক্ত ৩ দিন বর্ধিত করা হল লকডাউনের সময়সীমা?

প্রধানমন্ত্রী দফতর সূত্রে সর্বভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে জানানো হয়েছে, মে মাসের প্রথম তিনটি দিন কিন্তু ছুটির দিন। ১লা মে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি, ২ তারিখ শনিবার এবং ৩ তারিখ রবিবার। তাই ছুটির দিনে যদি লকডাউন তুলে নেওয়া হয়, তাহলে কিন্তু জমায়েত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আরও ৩দিন মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 

যদিও প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল থেকে করোনা হটস্পট বাদে যে এলাকাগুলি সেখানে শর্তসাপেক্ষে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। 
Blogger দ্বারা পরিচালিত.