সারা বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ছাড়াল!
Odd বাংলা ডেস্ক: করোনার থাবায় জর্জরিত গোটা দেশ। লকডাউনের মধ্যেও ক্রমশই বাড়ছে বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। সোমবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ১৫ হাজার ১৪৯ জনে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মারা গিয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৯৮৪ মানুষ।
সম্প্রতি আমেরিকায় করোনা মৃত্যু ২০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু সোমবার সেই তালিকায় যুক্ত আরও এক নাম, ইতালি। ইতালিতে এই মুহূর্তে মৃতের সংখ্যা ২০,৪৫৫। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯,৫১৬ জনে।
আমেরিকায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩,৪১৪ জনের। এর মধ্যে সবথেকে খারাপ অবস্থা নিউ ইয়র্কে। আমেরিকায় মোট মৃত্যুর প্রায় অর্ধেকই হয়েছে নিউ ইয়র্কে। এ পর্যন্ত সেখানে ১০ হাজার মানুষ মারা গিয়েছেন। আমেরিকায় আক্রান্ত বেড়ে হয়েছে ৫ লক্ষ ৮২ হাজার। এর মধ্যে কেবল নিউ ইয়র্কেই আক্রান্ত ১ লক্ষ ৯০ হাজার ২৮৮ জন।
Post a Comment