কঠিন সময়ে পিতৃবিয়োগ যোগী আদিত্যনাথের!
Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে যখন মহামারি পরিস্থিতি, তার মধ্যেই সোমবার সকালে প্রয়াত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিস্ত। তিনি পেশায় ছিলেন একজন প্রাক্তনন বনকর্মী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। গত ১৫ মার্চ তাঁর শারীরিক অবস্থার অবণতি হওয়ায়, তাঁকে ভর্তি করা হয় নয়া দিল্লির এইমস-এ। সোমবার সকাল ১০.৪৪ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরেই কিডনি এবং লিভারের অসুখে ভুগছিলেন অশীতিপর এই বৃদ্ধ। রবিবার তাঁর শরীর আরও খারাপ হওয়ায় তাঁকে ভেন্টিলেটরেও রাখা হয়। সেইসঙ্গে চলতে থাকে ডায়ালেসিসও।
দীর্ঘদিন ধরেই কিডনি এবং লিভারের অসুখে ভুগছিলেন অশীতিপর এই বৃদ্ধ। রবিবার তাঁর শরীর আরও খারাপ হওয়ায় তাঁকে ভেন্টিলেটরেও রাখা হয়। সেইসঙ্গে চলতে থাকে ডায়ালেসিসও।
CM Yogi Adityanath's father left for his heavenly abode at 10.44 am. Our deepest condolences: State Additional Chief Secretary (Home) Awanish K Awasthi (in file pic - Additional Chief Secretary Home) pic.twitter.com/vG6hUqDBch— ANI UP (@ANINewsUP) April 20, 2020
মুখ্যমন্ত্রীর বাবার প্রয়াণের খবর জানিয়েছেন উত্তর প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত মুখ্য সচিব অবনিশ কে অবস্থি। রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, কোভিড-১৯ নিয়ে এক বিশেষ বৈঠকে ব্যস্ত ছিলেন যোগী আদিত্যনাথ আর ঠিক তখনই তাঁর বাবার মৃত্যুর খবর আসে।
Post a Comment