যৌনকেশ রাখবেন নাকি কামাবেন? কোনটা বিজ্ঞানসম্মত



Odd বাংলা ডেস্ক:  ব্যক্তিগত চয়েস। দু’দিকেরই সুবিধা ও অসুবিধা রয়েছে। অপরিষ্কার যৌনকেশ ঝাঁটউকুন বা পিউবিক লাইস এবং অন্যান্য চর্মরোগের জন্ম দেয়। বগল ও যৌনকেশ রাখলে আপনাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিয়মিত সাবান শ্যাম্পু ও অন্যান্য স্বাস্থ্যবিধি রক্ষা করতে হবে। 
আর কামাতে চাইলে কামান, কিন্তু মনে রাখবেন, এই রোমরাজি আপনার চামড়াকে ক্রমাগত ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। ফলে রোমোৎপাটনের পরে চামড়ার যত্ন নেওয়া আবশ্যক। ২০১৬ সালের একটি গবেষণায় দেখা গিয়েছে, অসুরক্ষিত যৌনসংসর্গ করেন, এমন মহিলাদের মধ্যে যাঁরা নিয়মিত যৌনকেশ কামান, তাদের হার্পিস, সিফিলিস এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণ হবার সম্ভাবনা বেশ কয়েকগুণ বেড়ে যায়। 
সুতরাং, লাগামছাড়া জীবনযাপনে ইচ্ছুক নরনারীরা তাঁদের বিকিনি ট্রিমারে লাগাম পরাবেন কি না, ভেবে দেখুন। 
জঙ্গল আপনার। মঙ্গলবার আপনি কী করবেন, তা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যাই করুন স্বাস্থ্যবিধি মেনে করুন। মনে রাখবেন, যুদ্ধের ময়দানে হেয়ারি মানে কিন্তু বিপজ্জনক।
Blogger দ্বারা পরিচালিত.