স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা করলেই হবে মামলা, ৭ বছরের জেল ও মোটা টাকা জরিমানা
Odd বাংলা ডেস্ক: স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ওপর আক্রমণ করলে এবার হবে কঠোর শাস্তি। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্যক্রমীদের ওপর নিগ্রহের খনর আসছিল। করোনা মহামারির কান্ডারি যাঁরা তাঁদের ওপর আক্রমণের ঘটনায় নিন্দায় সরব হয়ে উঠেছিল সব মহল। আর এর পরই এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল সরকার।
কয়েক ঘণ্টার আলোচনার পর আজ বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানান, স্বাস্থ্যকর্মীদের ওপর নিগ্রহ একটি জামিন অযোগ্য অপরাধ। কেউ এই অপরাধ করলে তার সাত বছরের জেল এবং সেইসঙ্গে মোটা অঙ্কের জরিমানাও করা হবে।
এদিন বিকেলে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর বলেন, 'সারাদেশের মানুষ যখন কোভিড -১৯ যুদ্ধে লড়াইরত স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু কিছু মানুষ রয়েছেন, যাঁরা ভাইরাসে ছড়িয়ে পড়ছে ভেবে তাঁদের আক্রমণ করছেন।' তিনি আরও যোগ করেন এই বিষয়ে 'জিরো টলারেন্স' নীতি আরোপ করা হয়েছে। আর সেই জন্যই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের নিগ্রহ করলে নিগ্রহের মাত্রা অনুসারে শাস্তির বিধান দেওয়া হবে।
কম-গুরুতর অপরাধের জন্য ৫০,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, এবং গুরুতর আঘাত হানলে তার জন্য ২-৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে। এছাড়াও কারাবাসও হতে পারে। সেক্ষেত্রে ভাঙচুর বা হামলা চালালে নুন্যতম ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত এবং গুরুতর আঘাত হানলে ৭ বছর পর্যন্ত জরিমানা করা হবে।
Post a Comment