দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৫,৩৮০, এভাবে চললে দ্রুত পেরোবে দেড় লক্ষের গণ্ডি!


Odd বাংলা ডেস্ক: সারা দেশ হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৬,৫৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়ে হল ১,৪৫,৩৮০। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে এইভাবেই বাড়ছে সারা দেশের করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪৭ জন করোনা রোগী। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪,১৬৭। 

যেভাবে দ্রুত গতিতে সারা দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে অত্যন্ত দ্রুত দেড় লক্ষের গণ্ডি পেরোবে! স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে, সারা দেশে এই মুহূর্তে করোনা অ্যাক্টিভ মামলা প্রায় ৮০ হাজারেরও বেশি। প্রসঙ্গত, এর আগের রবিবার সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৯০,৯২৭! সেখানে গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে ছ'হাজার করে বেড়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তাতে করে মাত্র আট নিয়ে প্রায় ৫০ হাজার বেড়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। আর এর জেরে সারা বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্ত দেশের মধ্যে জায়গা করে নিয়েছে ভারত। 

অন্যদিকে করোনায় মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১,৬৯৫ জনের। গুজরাটে ৮৮৮, মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ৩০০। করোনা সংক্রমণের নিরিখে এখনও শীর্ষ স্থানেই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। এ নিয়ে সে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫২,৬৬৭ জন। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্ত ১,৭৮২ জন। এর পরে রয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ১৪,৪৬০ জন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৪,০৫৩ জন।
Blogger দ্বারা পরিচালিত.