সুপার সাইক্লোনের অভিমুখ কলকাতার দিকেই, ১০০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া
Odd বাংলা ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান। এই সুপার সাইক্লোনের প্রভাবে শহর কলকাতায় মারাত্মক ক্ষতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, আয়লার প্রভাব শহরে যতটা পড়েছিল, আমফান সুপার সাইক্লোনের ফলে তার থেকেও বেশি মারাত্মক প্রভাব পড়তে চলেছে। শহরে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের কারণে ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এই মুহূর্তে দীঘা থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় আমফান এবং কলকাতা থেকে মাত্র ১৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এই সুপার সাইক্লোন।
প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই প্রকৃতি জানান দিচ্ছে, ধেয়ে আসছে আমফান। চলেছে একটানা বৃষ্টি। সেইসঙ্গে দমকা হাওয়া। সকাল থেকেই শহরে সতর্কতামুলক পদক্ষেপ পুলিশ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। কলকাতার ভগ্নপ্রায় বাড়িগুলি থেকে বাসিন্দাদের বের করে আনা হয়েছে। বিশেষ করে অস্থায়ী ঝুপড়ির বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। আবহাওয়া দফতর এবং সরকারের তরফে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে একাধিক এলাকার বাসিন্দাদের।
Post a Comment