চিয়ার্স! করোনাকে হারিয়ে বিয়ারের বোতলে চুমুক ১০৩ বছরের বৃদ্ধার


Odd বাংলা ডেস্ক: করোনা যুদ্ধ জিতে ফিরলেন ম্যাসাচুয়েটস-এর ১০৩ বছরের বৃদ্ধা। জীবন যুদ্ধে জিতে ঠান্ডা বিয়ারের বোতলে চুমুক দিলেন শতায়ু বৃদ্ধা জেনি স্টেজনা। 

একটি আন্তর্জাতিক প্রতিবেদনে প্রকাশিত রিপোর্ট অনুসারে, ওই মহিলা তিন সপ্তাহ আগে ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বয়সজনিত কারণে তাঁর অবস্থা দ্রুত খারাপের দিকে এগোচ্ছিল। তিনি ওই নার্সিংহোমের প্রথম ব্যক্তি যিনি করোনা ভাইরাস সংক্রামিত হওয়ায় পৃথক ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এরপর থেকে তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তাঁর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছিল যে, তাঁর বাড়ির লোককে কোনও আশাই না রাখার কথা বলেছিলেন চিকিৎসকরা।

এরপর খানিকটা অলৌকিকভাবেই চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে ওঠেন এবং তাঁর চিকিৎসকরা তাঁকে এই আনন্দের মুহূর্ত সেলিব্রেট করার অনুমতি দেন। আর এরপর বিয়ারের বোতল খুলে চুমুক দেন তিনি। ওই বৃদ্ধার ২ সন্তান, ৩ নাতি-নাতনি, ৪ পুতি, এবং ৪ জন পুতির ঘরের সন্তান নিয়ে ভরা সংসার। করোনার মতো কঠিন রোগ সারিয়ে উঠে পরিবারের কাছে তাঁকে ফিরিয়ে দিতে পেরে খুশি চিকিৎসকরা। 
Blogger দ্বারা পরিচালিত.