বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আম্ফান'!


Odd বাংলা ডেস্ক: আইএমডি সূত্রে খবর বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপই ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে 'আম্ফান'।

এক শীর্ষ আধিকারিরের তরফে ওড়িশা উপকূলের প্রায় ১২টি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি সেখানকার সাধারণ মানুষদের জন্য বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। ওড়িশার ১২টি উপকূলীয় জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপটি এখন বঙ্গোপসাগর ও আন্দামান সাগর, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ অতিক্রম করবে আগামী ৪-৫ দিনের মধ্যে। 

এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদনীপুরে হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বর্ষণ হতে পারে। সঙ্গে উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যেতে পারে দমকা হাওয়া। এমনকি বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলের বাইরেও এই আম্ফান প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
Blogger দ্বারা পরিচালিত.