৮০ কিলোমিটার পথ পায়ে হেঁটে হবু বরের বাড়ি পৌঁছলেন তরুণী, সাত পাকে বাঁধা পড়লেন যুগলে


Odd বাংলা ডেস্ক: শুধুমাত্র বিয়ে করবে বলে উত্তরপ্রদেশের কানপুর থেকে ৮০ কিলোমিটার দূর পথ পায়ে হেঁটে নিজের বাগদত্তার বাড়ি কনৌজে এল এক তরুণী। যুগলের বিয়ে ঠিক করা হয়ছিল গত ৪মে। কিন্তু বাড়তে থাকা লকডাউনের জেরে বিয়ে স্থগিত রাখা হয়েছিল। 

এরপর থেকে ২০ বছরের গোল্ডি তার ২৩ বছর বয়স্ক হবু স্বামী বীরেন্দ্র কুমারের সঙ্গে লাগাতার ফোনেই যোগাযোগ করে চলেছিলেন। যেহেতু পরিবহন ব্যবস্থা বন্ধ, তাই মোবাইল পরিষেবাই ছিল যোগাযোগের একমাত্র পথ। কিন্তু বাবা-মা নির্দেশে বিয়ে স্থগিত রাখার জন্য দুজনেরই খুব মন খারাপ ছিল। 

এরপর বুধবার বিকেলে কানপুরের লক্ষণপুর তিলক গ্রাম নিবাসী গোল্ডি ঠিক করে যে সে পায়ে হেঁটেই তাঁর হবু স্বামীর বাড়ি পৌঁছবেন। এরপর গোল্ডি আসার খবর পেয়ে, বীরেন্দ্রর পরিবারের তরফে বিয়ের জোগাড় করতে শুরু করা হয়। এরপর বীরেন্দ্রর পরিবার সামাজিক দূরত্ববিধি বজায় রেখে একটি মন্দিরে চার হাত এক করেন যুগলের। বর-কনে দুজনের মুখেই মাল্ক পরা ছিল। 
Blogger দ্বারা পরিচালিত.