পুলওয়ামায় নাশকতার ছক বানচাল করল নিরাপত্তাবাহিনী, উদ্ধার ২০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি


Odd বাংলা ডেস্ক: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার ঘটনা আজও সাড়া দেশবাসীর মনে তরতাজা। সেই ঘটনা ফের ঘটতে চলেছিল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায়। তবে নিরাপত্তাবাহিনীর প্রচেষ্টায় তা রুখে দেওয়া গেল। নিরাপত্তা বাহিনী আজ সকালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় একটি বিশাল গাড়ি-বোমা হামলা ঠেকাতে সক্ষম হয়েছিল। জানা গিয়েছে গাড়ির মধ্যে ২০ কেজি পরিমাণ বিস্ফোরক (IED) ছিল। ২০১৯-এর পুলওয়ামা হামলার সঙ্গে যার ভীষণরকম মিল। 

সেবার আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। তবে এবার পুলিশ সূত্রে খবর, গোয়েন্দা ইনপুটসের উপর ভিত্তি করে, একটি নকল রেজিস্ট্রেশন নম্বর সহ একটি সাদা হুন্ডাই স্যান্ট্রো গাড়িকে বুধবার রাতে একটি চেক পয়েন্টে থামার ইঙ্গিত দেওয়া হয়েছিল, কিন্তু গাড়িটি গতি বাড়িয়ে ব্যারিকেড ভেঙে দিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, সুরক্ষা বাহিনী গুলি চালিয়েছিল। যার ফলে চালক বিস্ফোরক বোঝাই গাড়িটি ফেলে পালিয়ে যায়। তিনি আরও বলেছেন, 'আমরা একটি সম্ভাব্য আক্রমণ সম্পর্কে সূত্র পেয়েছিলাম। আমরা গতকাল থেকেই বিস্ফোরক-বোঝাই একটি গাড়ি খুঁজছিলাম।' পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানিয়েছেন, গাড়িটি সারা রাত নজরদারিতে রাখা হয়েছিল। সেখান থেকে আশেপাশের বাড়ির লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং বোমা ডিসপোজাল স্কোয়াডের মাধ্যমে গাড়িটি ঘটনাস্থলে ধ্বংস করে দেওয়া হয়েছিল।
Blogger দ্বারা পরিচালিত.