লকডাউনের মধ্যেই অনাচার, ডাইনি সন্দেহে নির্বিচারে মারধর করা হল ৩ মহিলাকে


Odd বাংলা ডেস্ক: একদিকে যখন সারা দেশকে গ্রাস করছে করোনা অতিমারি, ঠিক তখনই কুসংস্কারের বলি হলেন তিন মহিলা। বিহারের মুজফরপুরে তিন মহিলাকে ডাইনি সন্দেহে অর্ধনগ্ন করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই তিন মহিলা বার বার করে অনুরোধ করা সত্ত্বেও থামেনি গ্রামবাসী। নির্বিচারে মারধর করা হয় তাঁদের। 
ঘটনাটি ঘটেছে বিহারের মুজফরপুরের দাক্রামা গ্রামে। এই নৃশংস ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পূর্ব মুজফরপুরের এসডিও কুন্দন কুমার জানিয়েছেন, গোটা বিষয়টির তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.