অধরাই রইল ঘরে ফেরার স্বপ্ন, মুম্বই থেকে হেঁটে ফেরার পথেই মৃত্যু হল মেদিনীপুরের পরিযায়ী শ্রমিকের
Odd বাংলা ডেস্ক: একেই করোনার কামড়, তারওপর আবার লকডাউন। দুইয়ের চাপে জর্জরিত ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জীবন। সকলেই বাড়ি ফিরতে চান ওরা। কেন্দ্রের তরফে চালু করা হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। কিন্তু অনেকেই রেজিস্ট্রেশন পাচ্ছেন না বলে অভিযোগ। আর এসবের মধ্যে জোরকদমে চলছে রাজনৈতিক তরজাও।
তবে এবের মধ্যে প্রাণ যাচ্ছে সেই গরীব মানুষেরই। মুম্বইয়ে কাজ করতেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা ৩০ বছরের শেখ রাজু আলি। লকডাউনে কাজ হারিয়ে বাড়ি ফিরতে চেয়ে কোনও উপায় না পেয়ে পায়ে হেঁটে ফিরবেন বলেই ঠিক করেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর। পথেই প্রাণ হারালেন ওই পরিযায়ী শ্রমিক।
তাঁর মৃতের খবর আসতেই শোকস্তব্ধ হয়ে গিয়েছে গোটা পরিবার।
তাঁর পরিবার সূত্রে খবর, মাস খানেক আগেই হেঁটে বাড়ি ফেরার উদ্দেশে রওনা দিয়েছিল। এর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায় হাতে টাকা-পয়সা। খাবারটুকু কেনারও পয়সা ছিল না। হাঁটার শক্তিও হারায় সে। এরপর যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর পরিবারের সঙ্গেও। এরপর ২১ মে খবর আসে আর বেঁচে নেই সে! স্থানীয় জনপ্রতিনিধিদের তাঁর পরিবারের শেষ আর্জি, ছেলেটাকে যদি একটিবারের জন্য শেষ দেখা দেখতে পাওয়া যেত!
Post a Comment