প্যাকেজ ঘোষণা হয়েই চলেছে, তৃতীয় দফায় আরও চমক


Odd বাংলা ডেস্ক: কৃষি পরিকাঠামো উন্নয়নে এক লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। ২০ লক্ষ কোটি টাকা আর্থিক প্যাকেজের  বিস্তারিত বলতে শুক্রবারও সাংবাদিক বৈঠক করেছেন নির্মলা সীতারমণ।


– কৃষিক্ষেত্র ও অন্যান্য ক্ষেত্রের জন্য ১১ টি ত্রাণ প্যাকেজ ঘোষণা কেন্দ্রের। কৃষিক্ষেত্রের জন্যই রয়েছে ৮ টি প্যাকেজ।

-গত ২ মাসে লকডাউনে কৃষকদের ১৮ হাজার ৭০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। কিষান কার্ডের মাধ্যমে এই টাকা দেওয়া হয়েছে।

– সমবায় সমিতি থেকে ২ মাসে ৫৬০ লিটার দুধ কেনা হয়েছে।

-কৃষকদের জন্য ১ লক্ষ কোটির বিশেষ প্রকল্প। কৃষকদের আয় বৃদ্ধি ও পরিকাঠামোর জন্য প্যাকেজ ঘোষণা করা হচ্ছে। এই ১ লক্ষ কোটির প্যাকেজে থাকবে হিমঘর, শস্য গুদাম, কৃষি সমবায় ও এফপিও-র জন্য বরাদ্দ থাকবে।

-মৎস্যক্ষেত্রে বরাদ্দ থাকবে ২০ হাজার কোটি টাকা। এরফলে ৫৫ লক্ষ লোকের কাজের সুযোগ থাকবে। উপকৃত হবেন ৫৩ লক্ষ মানুষ। প্রধানমন্ত্রী মৎস্য যোজনার মাধ্যমে এই প্যাকেজ।

– এই প্রকল্পে মৎস্যজীবীদের নৌকো দেওয়া হবে। এছাড়া মৎস্য বন্দর গড়ে তোলা হবে। মৎস্যজীবীদের বিমার ব্যবস্থাও গড়ে তোলা হবে। এর সাথে যেইসময় মৎস্যজীবীরা মাছ ধরতে যেতে পারেন না, তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হবে।

– দুগ্ধশিল্পে বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা। বেসরকারি বিনিয়োগকে উৎসাহ করা হবে।

-ভেষজ চাষের জন্য ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। ২.২৫ লক্ষ হেক্টর জমিতে ভেষজ উদ্ভিদ চাষ করা হবে। গঙ্গার ধরে ভেষজ উদ্ভিদ চাষ করা হবে। গঙ্গার দুধারে এরকম ৮০০ হেক্টর জমি চিহ্নিত করা হবে।

-মৌমাছি চাষে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। এক্ষেত্রে মহিলাদের কাজের সুযোগ দেওয়া হবে। এই প্যাকেজে ২ লক্ষ মানুষ উপকৃত হবেন।

-পশুপালনের ক্ষেত্রে ১৩ হাজার ৩৪৩ কোটি টাকা বরাদ্দ করা হবে। এর থেকে ৫৩ কোটি গরু, ছাগল, বাছুর, ভেড়াকে ১০০ শতাংশ টিকা দেওয়া হবে। এরফলে রফতানি বাড়বে ও দুধ উৎপাদন ও বাড়বে।

-কৃষি পণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে লকডাউনের ফলে। তাই চাষীদের কৃষি পণ্যের পরিবহনের জন্য ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। আর ৫০ শতাংশ ভর্তুকি কোল্ড স্টোরেজে মজুতের জন্য দেওয়া হবে। এতে খরচ হবে ৫০০ কোটি টাকা।
Blogger দ্বারা পরিচালিত.