শুক্রবার তৃতীয় দফার সাংবাদিক বৈঠক, কী কী ঘোষণা হতে পারে?



Odd বাংলা ডেস্ক: ক্ষুদ্র ও ছোটো শিল্পের প্রতি নজর কেন্দ্রের। আত্মনির্ভর ভারত অভিযানের অন্যতম লক্ষ্য ছিল দেশের ক্ষুদ্র ও ছোটো শিল্পের প্রতি নজর দিয়ে এগুলিকে করোনা পরবর্তী পরিস্থিতিতে চাঙ্গা রাখা। বুধবার আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ তুলে ধরেন অর্থমন্ত্রী। বেশ কয়েকটি ক্ষেত্রে বড় বড় ঘোষণা করেন তিনি।

মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে আয়কর সংক্রান্ত ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, 'অর্থবর্ষ ২০১৯-২০ সালের জন্য আয়কর জমার শেষ তারিখ ৩১ জুলাই ২০২০ থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২০ করে দেওয়া হয়েছে।' এদিকে বৃহস্পতিবার থেকেই বদলাচ্ছে টিডিএস-এর নিয়ম। মার্চের ২০২১ সাল পর্যন্ত চলতি হারের উপর ২৫ শতাংশ ছাড় টিডিএস-এ।

শুক্রবার তৃতীয়বার সাংবাদিকদের মুখোমুখি হবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।  দিন ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণার পর আজ তাঁর প্যাকেজের ঘোষণার কেন্দ্রবিন্দুতে চাষি, ভিনরাজ্যের শ্রমিক ও হকাররা রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 
Blogger দ্বারা পরিচালিত.