করোনা পরিস্থিতির মাঝেই উত্তপ্ত উপত্যকা, শহিদ ৪ সেনা জওয়ান



Odd বাংলা ডেস্ক: রুটিন তল্লাশিতে গিয়েই নিরাপত্তাবাহিনী জঙ্গিদের গুলির মুখে পড়ে। তারপর শুরু হয় পাল্টা জবাব। একটি বাড়ি থেকে জঙ্গিরা গুলি ছুড়ছিল বলে জানা গিয়েছে। চতুর্দিক ঘিরে ফেলে পাল্টা গুলি ছুড়তে শুরু করে ভারতীয় সেনা। বেশ কয়েকজন সেনাকর্মী নিখোঁজ ছিলেন রাত থেকে। সকালে তাঁদের দেহ উদ্ধার করে সেনাবাহিনী। রাতের পর থেকে গুলি ছোড়ার পরিমাণ কমিয়ে দেয় জঙ্গিরা। যা দেখে সেনাবাহিনী মনে করছিল, মজুত অস্ত্র ফুরিয়ে আসছে জঙ্গিদের। সকালের দিকেই দুই জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী। প্রায় ১৬ ঘণ্টা পর রবিবার সকালে থামল গুলির লড়াই। সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছেন চার জন জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন রাষ্টীয় রাইফেলসের এক মেজর পদমর্যাদার অফিসার।
Blogger দ্বারা পরিচালিত.