ফের দুর্ঘটনা মধ্যপ্রদেশে, পরিযায়ী শ্রমিকবাহী ট্রাক উল্টে প্রাণ হারালেন ৫ জন, আহত ১৭!
Odd বাংলা ডেস্ক: বাড়ি ফেরার পথে একের পর এর দুর্ঘটনায় বেঘোরে প্রাণ হারাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা, যার ফলে অধরাই থেকে যাচ্ছে পরিযায়ী শ্রমিকভাইদের বাড়ি ফেরার স্বপ্ন। শনিবার সকালে মধ্যপ্রদেশের সাগর ও ছত্রপুর সীমান্তে পরিযায়ী শ্রমিকবাহী একটি ট্রাক উল্টে গিয়ে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ১৭ জন।
শ্রমিকবোঝাই ট্রাকটি মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশের পথে যাত্রা করছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সাগর জেলার বান্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সাগর ও ছত্রপুর জেলার উর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তা নেমেছেন। তবে দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার করে জানা যায়নি।
প্রসঙ্গত, মহারাষ্ট্র থেকে আগত বেশিরভাগ অভিবাসী শ্রমিকরা নিয়মিত মধ্যপ্রদেশ হয়েই যাত্রা করেন। রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, তাঁদের যথাযথ সুযোগ-সুবিধার দেওয়া সত্ত্বেও, তাঁরা পায়ে হেঁটে বা পণ্যবাহিত ট্রাক, অটোরিকশা বা সাইকেলের মতো ঝুঁকিপূর্ণ উপাল অবলম্বন করতে বাধ্য হচ্ছেন। কখনও বা ক্লান্তি, আবার কখনও বা দুর্ঘটনার কারণে, বেশিরভাগ অভিবাসী শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন বা বাড়ি ফেরার পথেই প্রাণ হারাচ্ছেন, আর এই ঘটনার জেরে করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করতে গিয়ে গরিব মানুষদের যে চরম ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তা স্পষ্ট।
Post a Comment