আগের সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে করোনা আক্রান্ত ৬,৬৫৪! মৃতের সংখ্যা বেড়ে ৩,৭২০!


Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে খবর, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে রেকর্ড সংখ্যায় ৬,৬৫৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে সারা দেশে এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ১ লক্ষ ২৫ হাজার ১০১। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩৭ জন রোগী। যার ফলে সারা দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ৩,৭২০ জন! 

ভারতে এখনও পর্যন্ত প্রায় ৫১,৭৮৪ জন রোগী করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরে এসেছেন। চতুর্থ দফায় লকডাউন শুরু হওয়ার পর যখন দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন শিথিল করে দেওয়া হল তার পর থেকেই সারা দেশে প্রায় ২৫,০০০ মামলা নথিভুক্ত করা হয়েছে। সারা বিশ্বব্যাপী করোনা আক্রান্তের নিরিখে ভারতের স্থান ১৩ নম্বরে। 

গত ২ মাসে ভারতে করোনা টেস্ট-এর মাত্রা ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে।মার্চ মাসে যেখানে প্রতিদিন ১০০০ করোনা পরীক্ষা করা হত, সেখানে বর্তমানে ভারতে প্রতিদিন ১ লক্ষ করোনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 
Blogger দ্বারা পরিচালিত.