অন্ধ্রপ্রদেশের রাসায়নিক কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, গ্যাস লিক হয়ে অসুস্থ ৫০০০, মৃত শিশু-সহ ৮


Odd বাংলা ডেস্ক: লকডাউনের মধ্যে দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশের রাসায়নিক একটি রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে ঘটে গিয়েছে মারাত্মক দুর্ঘটনা, যার ফলে একজন শিশু-সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও প্রায় ৫০০০ মানুষ বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। বৃহস্পতিবার সকালে ভাইজাকে ঘটে গিয়েছে এই দুর্ঘটনা। 

ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে গোপালাপত্তনম -এর আর আর ভেঙ্কটপুরমের কাছে এলজি পলিমার্স ইন্ডাস্ট্রি-তে এই । এই দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ৮০০০ মানুষকে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বিরাট দমকল ও পুলিশবাহিনী। ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার এলাকা জুড়ে বসবাসকারী মানুষদের মধ্যে এক মারাত্মক আতঙ্কের সৃষ্টি হয়েছে। অসংখ্য মানুষকে এদিন রাস্তার ওপর অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। তাঁদের অধিকাংশের শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিয়েছে। শুধু তাই নয়, অনেকেরই সারা শরীরে ব়্যাশ বেরিয়েছে, চোখও লাল হয়ে গিয়েছে।  তবে যাঁদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তাঁদের অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.