হাইড্রক্সিক্লোরোকুইন-এর ব্যবহার নিয়ে নয়া নির্দেশিকা জারি করল আইসিএমআর
Odd বাংলা ডেস্ক: শুক্রবার আইসিএমআর-এর তরফে হাইড্রক্সিক্লোরেকুইন নিয়ে একটি নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে নন-কোভিড হাসপাতালে কর্মরত অ্যাসিম্পটোম্যাটিক স্বাস্থ্যকর্মীদের জন্যে প্রিভেন্টিভ ওষুধ হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা যাবে।
এছাড়াও কনটেনমেন্ট এলাকায় কর্মরত ফ্রন্টলাইন কর্মীরা, আধাসামরিক এবং পুলিশও এই ওষুধ খেতে পারবেন। সেই সঙ্গে এই সতর্কতাও জারি করা হয়েছে যে, এই ওষুধ খেলেই যে করোনা থেকে একেবারে নিরাপদে থাকা যাবে এই ভ্রান্ত ধারণা যেন মানুষের মনে তৈরি না হয়।
নয়া নির্দেশিকা অনুসারে এই ওষুধ কোনওভাবেই ১৫ বছরের কম বয়সী শিশু, অন্তঃসত্ত্বা মহিলা এবং শিশুকে স্তন্যপান করাচ্ছেন এমন কারওর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। মনে রাখতে হবে, এই ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। দীর্ঘ সময়ে এই ওষুধ ব্যবহার করলে দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিতে পারে। তবে ওষুধ বন্ধ করে দিলে নিজে থেকেই সেই সমস্যা চলেও যাবে। আর অবশ্যই ডাক্তারি পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়াও নিষেধ করা হয়েছে।
Post a Comment