লকডাউনের জেরে শুধু এপ্রিল মাসেই দেশের ২১টি বড় রাজ্যে রাজস্ব ঘাটতির পরিমাণ ৯৭,১০০ কোটি টাকা


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে দেশজুড়ে চলতে থাকা লকডাউনের জেরে তলানিতে এসে ঠেকেছে ভারতের অর্থনীতির অবস্থা। বুধবার প্রকাশিত ইন্ডিয়া রেটিং-এর তথ্যে পাওয়া গেল চাঞ্চল্যকর প্রমাণ। জানা গিয়েছে গোটা এপ্রিল মাসে লকডাউনের কারণে দেশের ২১টি বড় রাজ্যে মোট ৯৭,১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অর্থনৈতিক ক্ষতি এতটাই গুরুতর যে, মে মাসের মাঝামাঝি লকডাউন তোলা হলেও চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারেও আর্থিক অবস্থা মাথা তুলে দাঁড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। 

কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে জানিয়ে দিয়েছেন যে, লকডাউন ৪.০ আসছে, তবে তা নতুন রূপ এবং রঙ নিয়েই আসবে। আর এরপর মনে করা হচ্ছে যে, চতুর্থ দফার লকডাউনে একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। 

ইন্ডিয়া রেটিং-এর সহযোগী পরিচালক অনুরাধা বসুমাতারি জানিয়েছন, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার সকলেরই রাজস্বে বিপুল পরিমাণ ঘাটতি দেখা গিয়েছে। পাশাপাশি তাদের নিজস্ব আয়ের উৎসগুলি অত্যন্ত নিম্ন স্তরে এসে পৌঁছেছে। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উৎপাদন এবং সরবরাহের ফলে এখনও দেশীয় অর্থনীতির ৪০% সক্রিয় রয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.