নাসার স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল আমফানের ছবি, দেখুন তার ভয়াবহতা
Odd বাংলা ডেস্ক: হাতে সময় আর কিছুক্ষণ, আর তারপরই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আমফান। আর সেই সুপার সাইক্লোনের ভয়াবহতা ধরা পড়ল নাসার স্যাটেলাইট ক্যামেরায়। আর নাসার তরফে প্রকাশ করা হল ঘূর্ণিঝড় আম্ফানের একটি উপগ্রহ চিত্র।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল যে, খানিকটা শক্তিক্ষয় করলেও 'সুপার সাইক্লোনিক স্টর্ম' থেকে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে 'এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম'-এ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আমফান। আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আজ দুপুর থেকে সন্ধের মধ্যে দীঘা এবং বাংলাদেশের হাতিয়া-র মধ্যবর্তী কোনও এলাকায় ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়তে চলেছে।
আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, এটি বঙ্গোপসাগরের ওপর দ্বিতীয় সুপার সাইক্লোনের রেকর্ড গড়বে। আর প্রথম সুপার সাইক্লোনটি হয়েছিল ১৯৯৯ সালে, ওড়িশায়। সেবারের সুপার সাইক্লোনে প্রায় ১০,০০০ মানুষের মৃত্যু হয়েছিল।
Post a Comment