অবতরণের ১ মিনিট আগে বিপত্তি! ১০৭ জনকে নিয়ে করাচিতে ভেঙে পড়ল পাকিস্তান এয়ারলাইনসের বিমান
Odd বাংলা ডেস্ক: লাহোর থেকে আসা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ৯৯জন যাত্রী এবং ৮ জন ক্রু মেম্বার নিয়ে করাচি বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর বিমান অবতরণের মাত্র এক মিনিট আগে ঘটে গিয়েছে এই ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত কারওরই প্রাণে বেঁচে যাওয়ার কোনও খবর পাওয়া যায়নি।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ উড়ানটি হল এয়ারবাস A320। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত ভিস্যুয়ালে দেখানো হয়েছে, দুর্ঘটনাস্থল সংলগ্ন বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগেছে। তাদের উদ্ধার করতে পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্স। কিন্তু মোটা ধোঁয়ার কুন্ডলী তৈরি হওয়ার জন্য উদ্ধারকাজ বিলম্বিত হতে পারে।
Dark plumes of smoke seen near the crash site. #PIA #ModelColony #MalirCantt #Karachi pic.twitter.com/bLBCmG1dXf— Yusra Askari (@YusraSAskari) May 22, 2020
পাকিস্তান মিডিয়া জানিয়েছে যে, পাক আর্মি কুইক রিঅ্যাকশন ফোর্স এবং পাকিস্তান রেঞ্জার্স ইতিমধ্যেই উদ্ধারকাজে সাহায্যের জন্য ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছে। বিরাট জনসমাগম এবং সরু গলির কারণে উদ্ধারকার্যে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
Post a Comment