উহানের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর গুরুত্বপূর্ণ প্রমাণ আছে: পম্পেও
Odd বাংলা ডেস্ক: চীনের উহানের ভাইরোলোজি ল্যাব থেকে করোনাভাইরাস ছড়ানোর ‘প্রমাণ দেখার’ দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সুর মেলালেন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও।
বিশ্ব জুড়ে প্রায় ২ লাখ ৪০ হাজার এবং যুক্তরাষ্ট্রে ৬৮ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাসের উহানের ল্যাব থেকে ছড়ানোর অজস্র প্রমাণ হাতে আছে দাবি পম্পেওর।
এবিসি’র ‘দিজ উইক’ অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমাদের হাতে অজস্র প্রমাণ আছে যে এই ভাইরাস উহানের ল্যাব থেকে ছড়িয়েছে।’
সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট নিশ্চিত করেছে, ভাইরাসটি মানবসৃষ্ট কিংবা জিনগত নয়। এই রিপোর্টের সঙ্গে পম্পেও একমত হলেও তার দাবি, উহানের ল্যাব থেকে ভাইরাসটি ছড়ানোর গুরুত্বপূর্ণ প্রমাণ আছে। তিনি বলেছেন, ‘গোয়েন্দারা কী বলেছে সেটা আমি দেখেছি। আমার বিশ্বাস করার কোনো কারণ নেই যে তারা এটা ভুল বলেছে।’
পম্পেওর এ অভিযোগের প্রেক্ষিতে চীনের সরকারি দল কমিউনিস্ট পার্টির দৈনিক গ্লোবাল টাইমস একটি সম্পাদকীয় ছেপেছে। মার্কিন এ সরকারি কর্মকর্তা ‘ধাপ্পাবাজি করছেন’ বলেছে তারা। আর ভাইরাসের উৎপত্তি উহানের ল্যাব থেকেই যে হয়েছে যুক্তরাষ্ট্রকে তার প্রমাণ হাজির করতে বলেছে সংবাদমাধ্যমটি।
Post a Comment