দিল্লি থেকে নয়ডা-গাজিয়াবাদে ট্যাক্সি ভাড়া ১০,০০০ টাকা, মাথায় হাত আটকে পড়া যাত্রীদের!
Odd বাংলা ডেস্ক: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়ডা এবং গাজিয়াবাদে যেত ইচ্ছুকদের সাহায্য করতে পথে নামল উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (UPSRTC)। তবে আশ্চর্যজনক বিষয় এটাই যে, বিমানবন্দর থেকে ২৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যেকোনও গন্তব্যে ট্যাক্সির ভাড়া পড়বে ১০,০০০ টাকা!
করোনা মহামারির কারণে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন এবং সকলেই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য রীতিমতো যুদ্ধ করছেন। আর এই পরিস্থিতিতে UPSRTC-র ট্যাক্সি বুকিং-এর ক্ষেত্রে এই বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতে হবে যাত্রীদের। সেক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া ১০,০০০ টাকা এবং বড় SUV গাড়ির ভাড়া ১২,০০০ টাকা। তবে ২৫০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করলেই দিতে হবে অতিরিক্ত ভাড়া। ছোট গাড়ির ক্ষেত্রে অতিরিক্ত প্রতি কিলোমিটারে ৪০ টাকা করে এবং SUV গাড়ির ক্ষেত্রে অতিরিক্ত প্রতি কিলোমিটারে ৫০ টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের।
তবে কেই যদি এই বিপুল অর্থ বহন করতে না পারেন, তাঁদের জন্য বিকল্প বন্দোবস্তও রয়েছে। সেক্ষেত্রে ১০০ কিলোমিটার পর্যন্ত এসি বাসের ভাড়া মাথাপিছু ১৩২০ টাকা এবং নন-এসি বাসের ভাড়া ১০০০ টাকা করে।
Post a Comment