মহামারির সময়ে ভারতকে ভেন্টিলেটর পাঠাবে আমেরিকা, টুইট করে জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প


Odd বাংলা ডেস্ক: ভারতের কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি টুইট করে তিনি জানিয়েছেন যে, তাঁর দেশ কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতকে ভেন্টিলেটর অনুদান দেবে। তিনি আরও লেখেন, 'আমরা এম মহামারির সময়ে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছি।'

তিনি আরও জানান যে, করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে মার্কিন গবেষকরা ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করে চলেছেন। ভারতীয় এবং মার্কিনী গবেষকদের 'মহান' বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 
সংবাদ মাধ্যমকে ট্রাম্প আরও জানিয়েছেন যে, তিনি আশাবাদী চলতি বছরের শেষে করোনার টিকা পাওয়া যাবে এবং 'অপারেশন ওয়ার্প স্পিড' নামে একটি প্রকল্প পরিচালনার জন্য একজন প্রাক্তন ফার্মাসিউটিক্যাল একজিকিউটিভ নিয়োগ করা হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। 

প্রেসিডেন্ট আরও বলেন, 'আমি সম্প্রতি ভারত থেকে ঘুরে এসেছি এবং আমরা ভারতের সঙ্গে অনেক বেশি কাজ করছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর ভারতীয়রা রয়েছেন। প্রচুর ভারতীয় এখানে ভ্যাকসিন নিয়ে কাজ করছেন, তাঁরা মহান বিজ্ঞানী এবং গবেষক।
Blogger দ্বারা পরিচালিত.