গাছ কাটতে গিয়ে তড়িদাহত হয়ে মর্মান্তিক মৃত্যু এক দমকলকর্মীর! CESC-র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ



Odd বাংলা ডেস্ক: গাছ কাটতে উঠে তড়িতাহত হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক দমকল কর্মীর। ঘটনাটি ঘটেছে হাওড়ায় বেলুড়ের গাঙ্গুলি স্ট্রিটে। ঘূর্ণিঝড় আমফানে ইলেকট্রিক তারের ওপর উপড়ে গিয়ে পড়েছিল গাছ। আর সেই গাছ কাটতে এসেই তড়িদাহত হয়ে মৃত্যু হয় ওই দমকলকর্মীর। মৃতের নাম সুকান্ত সিংহ রায়। দমকল সূত্রে খবর তাঁর বাড়ি তারকেশ্বরে। তিনি বালি ফায়ার স্টেশনে একজন অক্সিলারি ফায়ার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। 

মর্মান্তিক এই দুর্ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে CESC-র বিরুদ্ধে। অভিযোগ, তাদের তরফে জানানো হয়েছিল যে, লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও লাইনে বিদ্যুৎ ছিল। আর সেই অবস্থায় কাজ করতে গিয়েই তড়িদাহত হয়ে মারা যান তিনি। এই ঘটনায়  চাঞ্চল্য ছড়িয়ে বেলুড় থানা এলাকায়। সূত্রের খবর, পুলিশ সিইএসসির তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে খবর। 

বালি ফায়ার স্টেশনের তরপে জানানো হয়, সিইএসসির তরফে লাইন কাট আপ করার কথা জানানোর পরই তাঁরা গাছ কাটার জন্য তাঁদের থেকে কাঠের ল্যাডার চেয়ে নিয়েছিলেন, নিরাপত্তার জন্য। এরপর গাছ কাটার জন্য তাঁদের কর্মী সুকান্ত সিংহ রায়কে সমস্ত নিরাপত্তা দিয়েই উপরে তোলা হয়েছিল। উপরে ওঠার পরই তাঁর দেহে কোনও সাড় নেছিল না। এরপর তাঁকে ডাকাডাকি করে সাড়া না মেলায় তাঁরা ল্যাডারটা নামিয়ে নেন। এরপর তাঁকে প্রথমে জয়সোয়াল হাসপাতাল, তারপর সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.