নেই জ্বর-সর্দি-কাশি, শ্বাসকষ্টও, করোনা রিপোর্ট পজিটিভ এল অভিনেতা কিরণ কুমারের
Odd বাংলা ডেস্ক: প্রবীণ অভিনেতা কিরণ কুমারের শরীরে করোনা পজিটিভ। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।৭৪ বছর বয়সী অভিনেতা জানিয়েছেন, তিনি গত ১৪মে একটি হাসপাতালে গিয়েছেন এবং তাঁর করোনা টেস্ট করা হয়। তিনি জানান যে, তিনি সাধারণ মেডিকেল চেক-আপ করাতে গেলেও তাঁরা বাধ্যতামুলকভাবে করোনা টেস্ট করাতে বলেন।
সেইমতো তিনি টেস্ট করান। যদিও সেইসময়ে তাঁর কোনও লক্ষণ ছিল না বলেই জানিয়েছেন প্রবীণ অভিনেতা। করোনার প্রাথমিক লক্ষণ জ্বর-সর্দি-কাশি, শ্বাসকষ্টের মতো কোনও লক্ষণই তাঁর নেই, এমনকি টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরেও না। তাই তিনি ভাল আছেন এবং বাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলেও জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন, বর্তমানে তিনি তাঁর পরিবারের থেকে সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন। তাঁর পরিবার থাকেন দোতলায় এবং তিনি এখন তৃতীয়তলে একাই রয়েছেন। এরপর আগামী ২৭ মে তিনি দ্বিতীয়বার পরীক্ষা করাবেন। আপাতত তিনি ভালই আছেন বলে জানিয়েছেন।
Post a Comment