আমফানের ১ সপ্তাহের মধ্যে আবার ঝড়-বৃষ্টি-বজ্রপাত কলকাতায়

302bd483-c45c-4f68-8a21-8cd9ef70f509



Odd বাংলা ডেস্ক: আমফান আছড়ে পড়ার ঠিক এক সপ্তাহের মাথায় ফের দুর্যোগ দক্ষিণবঙ্গে। ফের আতঙ্ক ফিরে এল এক লহমার জন্য। যদিও, সামান্যই ঝড় বৃষ্টি, তবু এক মুহূর্তের জন্য ফিরে এল ভয়ানক স্মৃতি। আবহাওয়া দফতর আগেই বলেছিল, বুধবার থেকে শহর ও শহরতলিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। কোনও ঘূর্ণিঝড় নয়, কালবৈশাখীর কারণেই এই ঝড়, তাও জানিয়েছিল হাওয়া অফিস। সেই মতোই বুধবার ছ’‌টার পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টি হয়। সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। কয়েক জায়গা থেকে বাজ পড়ার খবরও পাওয়া গিয়েছে। বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় ফের সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আশা করা যায়, বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি এই কালবৈশাখীর দাপটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.