ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসছে পঙ্গপালের দল, জারি হল সতর্কতা


Odd বাংলা ডেস্ক: ঝাঁক বেঁধে ধেয়ে আসছে পঙ্গপালের দল। বিপুল পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। আর সেই কারণেই কৃষকদের সতর্কতা জারি করল আগ্রা প্রশাসন। এক কর্মকর্তা জানিয়েছেন, পঙ্গপালে দল রাজস্থানের কারৌলি থেকে আগ্রার দিকে ধেয়ে আসছে। 

জেলার কৃষি কর্মকর্তা রাম প্রবেশ জানিয়েছেন, 'আমরা খবর পেয়েছি যে, পঙ্গপালের দল এই মুহূর্তে রাজস্থানের করৌলিতে রয়েছে। আগ্রায় আমরা একটি সতর্কতা জারি করেছি। পাশাপাশি আমরা আগ্রার কৃষকদের কিছু সতর্কতামুলক ব্যবস্থা নিতেও বলেছি, যেমন ড্রাম পেটানো এবং ধোঁয়া দেওা, যাতে পঙ্গপালদের রুখে দেওয়া যায়।'

তিনি আরও বলেন, এর পাশাপাশি 'আমরা কীটনাশক সংগ্রহ করেছি, সঙ্গে ৫০টি ট্রাক্টর, এবং ৩টি দমকলের গাড়িরও ব্যবস্থা করেছি।' একদিকে জেলাটি কোভিড-১৯ মহামারির মোকাবিলা করছে, তার ওপর আবার পঙ্গপালের আক্রমণের সতর্কতা জারি হওয়ায় সম্ভাব্য ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তাঁদের অনেকেই ইতিমধ্যে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
Blogger দ্বারা পরিচালিত.