আমেদাবাদে চাঞ্চল্য, বাসস্ট্যান্ডে পড়ে রইল করোনা রোগীর মৃতদেহ, জানতেও পারল না পরিবার!
Odd বাংলা ডেস্ক: আমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা করোনা পজিটিভ রোগীর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেল বাসস্ট্যান্ডে। মোদী রাজ্যে মর্মান্তিক এই ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। জানা গিয়েছে, তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পরার পরই তাঁর পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। পুলিশ এরপর বাসস্ট্যান্ড থেকে তাঁর মরদেহ পেয়ে তার ময়নাতদন্ত করার পরই গোটা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন।
এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে গুজরাট প্রশাসন। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী রাজ্যের প্রাক্তন সচিব জেপি গুপ্তাকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছেন এবং তাঁকে আগামী ২ দিনের মধ্যে এই রিপোর্ট পেশ করতে বলেছেন। আমেদাবাদ সিভিল হাসপাতালে ৬৭ বছরের ওই বৃদ্ধ গত ১০ মে থেকে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে দানিলিমদা এলাকার বিআরটিএস করিডোরের বাসস্ট্যান্ডে। এরপর সুরক্ষার আধিকারিকরা পুলিশকে জানানোর পর তার দেহ পোস্টমর্টেমের জন্য ভিএস হাসপাতালে নিয়ে যায় পুলিশ। নিহত ব্যক্তির পকেট থেকে একটি চিঠি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে ওই বৃদ্ধের শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাঁর পরিবারকেও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল হাসপাতালের তরফে। পুলিশের কাছ থেকে তার মৃত্যুর খবর শুনে কার্যত হতবাক নিহতের বাড়ির লোক। তাঁদের প্রশ্ন, একজন করোনা রোগী হাসপাতালের বাইরে এলেন কীভাবে। পরিবারের তরফে আরও বলা হয় যে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাদের জানানো হয়েছিল যে, রোগী সংক্রমণ কাটিয়ে উঠলে তার পরিবারকে খবর দেওয়া হবে। পরিবারের তরফে ক্ষোভ প্রকাশ করে জানানো হয়েছে, তাঁরা কোয়ারেন্টাইনে ছিলেন বলে, বাড়ি থেকে বেরোননি। এমনকি তিনি মারা যাওয়ার পরও তাঁর বাড়ির লোককে খবর দেওয়ার প্রয়োজন মনে করেনি। এমনকি পুলিশের গাফিলতির দিকেও আঙুল তুলে তাঁরা বলেছেন, পুলিশও কোনওরকম তদন্ত না করেই মৃতদেহ পোস্টমর্টেম করে ফেলেছ। এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।
Post a Comment