ভারতের মসজিদে আজানে মাইক ব্যবহার নিষিদ্ধ, রায় দিল হাইকোর্ট
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে ভারতে কঠোর লকডাউন চলছে। এসময় জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। মুসলমান সম্প্রদায়ের জন্য লকডাউনের নিয়ম কানুনে কিছু শিথিলতার প্রয়োজনে এলাহাবাদ হাইকোর্টে বেশ কয়েকটি আবেদন জমা পড়ে। এসব আবেদনের শুনানি শেষে শুক্রবার মুসলমানদের জন্য বেশ কিছু শিথিলতার অনুমোদন দিয়েছে আদালত।
শুক্রবারের ওই আদেশে বলা হয়েছে, ‘আজান হয়তো ইসলামের অখণ্ড ও প্রয়োজনীয় অংশ হতে পারে কিন্তু মাইক কিংবা অন্য শব্দ বর্ধনকারী যন্ত্রের মাধ্যমে তা প্রচার করাকে ধর্মের অবিচ্ছেদ্য অংশ বলা যায় না।’ দুই বিচারপতির আদেশে বলা হয়, ‘আমরা যে মতামতটি বিবেচনায় নিয়েছি তা হলো মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন শব্দ বর্ধনকারী যন্ত্রের ব্যবহার ছাড়াই নিজের কণ্ঠের মাধ্যমে আজান দিতে পারবেন আর কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে দেওয়া গাইডলাইনের কথা বলে প্রশাসন এতে কোনও বাধার কারণ হয়ে উঠতে পারবে না।’
Post a Comment